দিনাজপুরের আলু বিদেশে রপ্তানি, লাভবান কৃষক

দিনাজপুরের আলু বিদেশে রপ্তানি, লাভবান কৃষক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎপাদিত আলু এখন মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন এবং বিদেশে রপ্তানির কারণে ভালো দাম পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা বেশ সন্তুষ্ট। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, উপজেলা থেকে এ পর্যন্ত মোট ২৭৩ মেট্রিক টন আলু বিদেশে রপ্তানি হয়েছে।

শরিফুল ইসলাম বলেন, "চলতি মৌসুমে উপজেলার ১০ হাজার ৫৯২ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৩২ হেক্টর বেশি।"
তিনি আরও বলেন, মূলত সানসাইন ও কুমারিকা জাতের আলু বেশি রপ্তানি হচ্ছে। এই আলুগুলো মালয়েশিয়াসহ অন্যান্য দেশেও পাঠানো হচ্ছে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি আলু সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। বর্তমানে স্থানীয় নারী-পুরুষরা আলু বাছাই ও প্যাকেট করার কাজে ব্যস্ত সময় পার করছেন। 

বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আলু চাষি ফারুক হোসেন বলেন, "আমি এ বছর পাঁচ একর জমিতে সানসাইন ও কুমারিকা জাতের আলু চাষ করেছি। প্রায় ছয় লাখ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু বিক্রি করেছি ১৩ লাখ টাকায়। গত বছরের চেয়ে এবার আলুতে স্প্রে ও কীটনাশক বেশি দিতে হয়েছে, তাই চাষের খরচ কিছুটা বেশি হয়েছে। তারপরও এ বছর বিদেশে আলু রপ্তানির সুযোগ পাওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছি।"

একই উপজেলার মুরারিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম সাড়ে সাত একর জমিতে আলু চাষ করেছেন। চলতি মাসের শুরু থেকে সরকারি ব্যবস্থাপনায় দেশের বাইরে আলু রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় তারাও ভালো দামে আলু বিক্রি করে লাভবান হয়েছেন।


সম্পর্কিত নিউজ