জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের যে চেতনা ও দাবি নিয়ে তা সংঘটিত হয়েছিল, এখনও তা বাস্তবায়িত হয়নি। সরকার এখনো সেই আগের স্বৈরাচারিক ধারার অনুগামীদের হাতেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বভার অর্পণ করছে।”
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—
দ্রুত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে
শহীদদের স্বীকৃতি দিতে হবে
আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে
গুম হওয়া ছাত্রশিবির নেতাদের সন্ধান নিশ্চিত করতে হবে
এবং বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
৩৬ দিনব্যাপী কর্মসূচিতে থাকছে:
১. সেমিনার ও আলোচনা: সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়ার আয়োজন।
২. শ্রদ্ধা ও সাক্ষাৎ: শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।
৩. বিক্ষোভ কর্মসূচি: শাখাভিত্তিক “জুলাই দ্রোহ” শিরোনামে বিক্ষোভ মিছিল।
৪. আলোকচিত্র প্রদর্শনী ও কালচারাল ফেস্ট: শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসে “জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ” শীর্ষক প্রদর্শনী ও উৎসব।
৫. জুলাই গ্রাফিতি অঙ্কন
৬. স্মৃতিচারণ ও প্রতিযোগিতা: স্মৃতিলিখন, রচনা, বিতর্ক, বক্তব্য, খেলাধুলা ইত্যাদি।
৭. শহীদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা।
৮. পডকাস্ট ও সাক্ষাৎকার: “ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ” শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট আয়োজন।
৯. সাহিত্য প্রকাশনা: সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ।
১০. প্রতিযোগিতা ও প্রকাশনা উন্মোচন: স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী।
১১. অনলাইন ক্যাম্পেইন: “Think Back to 36 July” শিরোনামে ৩৬ দিনব্যাপী ডিজিটাল প্রচারণা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।