সিরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

সিরিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ওয়াশিংটন ডিসি থেকে মাইক হান্নাহর প্রতিবেদনে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সিরিয়ার ওপর দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন। সিরিয়ার ভয়াবহ গৃহযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ তৈরির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক্স-এ দেওয়া বার্তায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় বাঁধা দূর করবে এবং আন্তর্জাতিক সমাজের কাছে সিরিয়ার দরজা খুলে দেবে।’’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশটি শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহারেই সীমাবদ্ধ নয়। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় রাখা হয়েছে, তা পুনর্বিবেচনার জন্য। একইসঙ্গে হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী এবং এর নেতা আহমেদ আল-শারার সন্ত্রাসী পরিচয় নিয়েও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ আদেশে স্পষ্ট করা হয়েছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর অনুসারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই সিদ্ধান্তের পেছনে মধ্যপ্রাচ্য সফরের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের প্রথম আন্তর্জাতিক সফর ছিল সৌদি আরব। রিয়াদের বৈঠকে সৌদি নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে তিনি সিরিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেন। কারণ, সৌদি আরব সিরিয়ায় বিনিয়োগ করতে চাইলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হচ্ছিল না।

এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন, যা সিরিয়ার পুনর্গঠনের পথকে অনেকটাই সহজ করে দেবে।
 


সম্পর্কিত নিউজ