মসজিদে জুতা চুরির পর ‘পি*স্তল’ দিয়ে ভয় দেখাল যুবক
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাজধানীর পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর প্রকাশ্য দিবালোকে ‘পি*স্তল’ বের করে ভয় দেখানোর চেষ্টা করেছেন ইবতেশাম রহমান আলফি (১৮) নামে এক যুবক। পরে তাকে আটক করেছে পথচারী ও পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এই ঘটনা ঘটে। ইবতেশাম রহমান আলফি মোহাম্মদপুরের বাসিন্দা ও নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেন।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবকের কাছে পাওয়া পিস্তলটি আসল বলে মনে হচ্ছে। কিন্তু, এতে কোনো গু*লি ছিল না।
একপর্যায়ে পিস্তলসহ আলফিকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় ও কলাবাগান থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি। তবে আটক যুবক জানান, ‘পি*স্তলটি’ খেলনার ছিল ও টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।এ বিষয়ে কলাবাগান থানার (ওসি) আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এটি খেলনা পি*স্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                                        
                                                     
                                                        
                                                     
                                                        
                                                    