তাপপ্রবাহে অস্থির ইউরোপবাসী, স্পেনে রেকর্ড ৪৬ ডিগ্রি

তাপপ্রবাহে অস্থির ইউরোপবাসী, স্পেনে রেকর্ড ৪৬ ডিগ্রি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইউরোপ জুড়ে আবারও শুরু হয়েছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ। স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জুন মাসে সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশের দেশ পর্তুগালের লিসবনে সোমবার তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে, যা শহরের বাসিন্দা ও পর্যটকদের একপ্রকার দগ্ধ করে তুলেছে।

ফ্রান্সে ৯৬টি মূল ভূখণ্ড অঞ্চলের মধ্যে ৮৪টিকে দেওয়া হয়েছে ‘অরেঞ্জ হিট অ্যালার্ট’, যা তাপপ্রবাহ সতর্কতার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। প্যারিসে আইফেল টাওয়ারে ওঠার জন্য অপেক্ষমাণ পর্যটকদের শরীরে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা একটু স্বস্তি পায়।

লন্ডনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রি বেশি বেড়ে গিয়েছে, যা উইম্বলডন টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে গরম উদ্বোধনী দিন হিসেবে রেকর্ড হয়েছে। খেলোয়াড়দের অতিরিক্ত বিশ্রামের অনুমতি দেওয়া হয়েছে। গ্যালারিতে বসে থাকা দর্শকরা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

উত্তর ইউরোপের ইনেস শহর থেকে আসা এক দর্শনার্থী বলেন, “আমাদের ওখানে এত গরম হয় না। এখানে অন্তত ২০ ডিগ্রি বেশি গরম। আমি সম্পূর্ণ সানবার্নে আক্রান্ত। এসপিএফ ৫০ ব্যবহার করেও রক্ষা নেই।”

বিজ্ঞানীরা বলছেন, ইউরোপে গঠিত একটি উচ্চচাপ বলয় বা ‘হিট ডোম’ এই চরম আবহাওয়ার জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের তাপপ্রবাহ আগের চেয়ে অনেক বেশি ঘনঘন এবং প্রাণঘাতী হয়ে উঠছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হুঁশিয়ারি— এই ধরনের প্রচণ্ড গরম এখন থেকে ইউরোপীয়দের গ্রীষ্মকালীন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হবে।
 


সম্পর্কিত নিউজ