ট্রাম্পের কর বিল পাস হলে নতুন দল গড়বেন ইলন মাস্ক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্র সিনেটে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর সংস্কার বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। রিপাবলিকানদের দাবি, এই ‘বিগ বিউটিফুল বিল’ ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। এতে টিপস ও অতিরিক্ত সময়ের আয়ে কর আরোপ হবে না, বাড়বে সামরিক ব্যয় এবং সীমান্ত নিরাপত্তা জোরদার হবে। তবে বিলটি পাশ হলে আগামী এক দশকে ৩ ট্রিলিয়ন ডলারের ঘাটতি সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন অনেকেই।
ডেমোক্র্যাটরা বলছেন, এই বিল পাস হলে ১১ মিলিয়ন মানুষ স্বাস্থ্য সেবার আওতা হারাতে পারেন। সিনেটর চাক শুমার মন্তব্য করেছেন, “ট্রাম্প মিথ্যা বলছেন, এই বিল মেডিকেড কাটবে না – এমন দাবি ভিত্তিহীন।”
এদিকে বিলের বিরোধিতায় সোচ্চার হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এক্স (সাবেক টুইটার) এ পোস্ট করে তিনি জানান, বিলটি পাশ হলে পরদিনই তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। বিলটিকে তিনি “সম্পূর্ণ পাগলামি” এবং “রাজনৈতিক আত্মহত্যা” বলে উল্লেখ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষক বিল শ্নাইডার বলেছেন, ইলন মাস্ক ধনী হলেও কেবল ধনীদের সমর্থনে একটি কার্যকর রাজনৈতিক দল গঠন অসম্ভব। ট্রাম্প নিজ দলে অনেকের ওপর প্রভাব রাখেন, ফলে তার ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে অনেক রিপাবলিকান ভীত।
তবে এই বিল পাস হলেও রিপাবলিকানদের জন্য রাজনৈতিক ঝুঁকি থেকেই যাচ্ছে। দলটির ভেতরে বিভাজন স্পষ্ট—একদিকে ট্রাম্পপন্থী ম্যাগা গোষ্ঠী, অন্যদিকে বাজেট ঘাটতির বিপক্ষে অবস্থান নেওয়া ঐতিহ্যবাহী রিপাবলিকানরা। অপরদিকে ডেমোক্র্যাটদের মূল উদ্বেগ হলো স্বাস্থ্যসেবা ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তা কর্মসূচি।
সব মিলিয়ে, এই বিল পাস হওয়া না হওয়া উভয় ক্ষেত্রেই মার্কিন রাজনীতিতে বড় ধরণের কৌশলগত প্রভাব ফেলবে।