সরকারি তহবিল আত্মসাতের দায়ে সাবেক ভাইস প্রেসিডেন্টের কারাদণ্ড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে আরও ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে জাতীয় বিচারিক আদালত। ২০১৬ সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য বরাদ্দকৃত সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে এই রায় দেওয়া হয়। ঐ ভূমিকম্পে শত শত মানুষ নিহত হয় এবং বহু জনপদ ধ্বংস হয়ে যায়।
সোমবার আদালতে গ্লাস উপস্থিত হন ক্লান্ত ও ভগ্নদেহে। তাঁর আইনজীবী দাবি করেন, গ্লাস ব্যক্তিগতভাবে কোনো লাভবান হননি এবং এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ। যদিও আদালতের মতে, তিনি সরাসরি অর্থের প্রশাসক না হলেও প্রকল্পসমূহের অনুমোদনের মূল উদ্যোক্তা ছিলেন।
গ্লাস ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বামপন্থী প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার অধীনে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি মেক্সিকান দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, সেখান থেকে তাকে এক বিতর্কিত অভিযানে আটক করা হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা শুরু হয় এবং মেক্সিকো ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অবশ্য অভিযানকে সমর্থন জানিয়ে বলেন, গ্লাস রাজনৈতিক নয়, বরং দুর্নীতির অভিযোগে পলাতক ছিলেন এবং কূটনৈতিক আশ্রয়ের অধিকারপ্রাপ্ত ছিলেন না।
এই রায়ের ফলে গ্লাসের পূর্ব নির্ধারিত মুক্তির সময় আর প্রায় তিন বছর বাকি থাকলেও এখন তাঁর সাজা বাড়ল ২০৪১ সাল পর্যন্ত। তিনি এর আগে আরও দুটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া যিনি বর্তমানে বেলজিয়ামে রাজনৈতিক আশ্রয়ে আছেন, তিনি এই রায়কে ‘লজ্জাজনক ও রাজনৈতিক’ বলে আখ্যা দিয়েছেন।
গ্লাস এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।