ইসরায়েলি নৌবাহিনীর হামলায় গাজায় শিশুসহ নিহত ৮৫ ফিলিস্তিনি নাগরিক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা উপত্যকায় ইসরায়েলি নৌবাহিনীর চালানো এক ভয়াবহ হামলায় অন্তত ৩৯ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া একাধিক হামলায় এ পর্যন্ত মোট ৮৫ জন ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামলার লক্ষ্য ছিল একটি সমুদ্রপাড়ের ক্যাফে, যেটি গাজা শহরের দক্ষিণে এক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত শিবিরের মাঝখানে অবস্থিত। এই ক্যাফেটি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ছিল। এখানে ছিল বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থা—যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত দুর্লভ।
ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদকের ভাষ্যে জানা যায়, কোনো পূর্বসতর্কতা ছাড়াই ফাইটার জেট থেকে বোমা ফেলা হয় ওই ক্যাফেতে। মুহূর্তেই মৃত্যু ঘটে বহু মানুষের।
শিফা হাসপাতালের সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই নিহত হন অন্তত ২৪ জন, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, মানবাধিকারকর্মী ও শিশুরা।
হামলার সময় সেখানে একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন চলছিল। ক্যাফেটি কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতায় জড়িত ছিল না। এমন একটি নিরপেক্ষ ও জনবহুল স্থানে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগ, ছিন্নবিচ্ছিন্ন দেহাবশেষ এবং ছেঁড়া জামাকাপড় এই হামলার ভয়াবহতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এ যেন এক চলমান গণহত্যার নির্মম দলিল।
উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে নতুন করে ব্যাপক হামলার হুমকি দেওয়া হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।