যুদ্ধ থামলেও আতঙ্ক কাটেনি ইরানে

যুদ্ধ থামলেও আতঙ্ক কাটেনি ইরানে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সামরিক উত্তেজনার পর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেমে গেলেও এর প্রভাব এখনো ইরানিদের জীবন ও অর্থনীতিতে গভীরভাবে প্রতিফলিত হচ্ছে। তেহরানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র গ্র্যান্ড বাজারে অস্ত্র হামলা না হলেও আতঙ্ক, বিশৃঙ্খলা ও আর্থিক ক্ষতির প্রভাব দৃশ্যমান।

তেহরানের ব্যবসায়ীরা জানাচ্ছেন, ছোট এই যুদ্ধে ধ্বংসস্তূপ নয়, বরং ঋণ, ক্ষতি ও বিক্রির অনুপস্থিতির মুখে পড়তে হয়েছে। চার দশকের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটের মধ্যে এই যুদ্ধ ছিল যেন আরও একটি গভীর আঘাত। বাজার ১২ দিন বন্ধ রাখতে হয়েছিল, ফলে ব্যবসায়ীদের আয় বন্ধ হয়ে যায় এবং ভাড়া ও চেক পরিশোধে তারা চরম সমস্যায় পড়েন।

গ্র্যান্ড বাজারের এক প্রবীণ ক্যাফে মালিক জানালেন, গত ৫০ বছরে এত বড় ব্যবসায়িক স্থবিরতা তিনি খুব কমই দেখেছেন। মানুষ এখন খরচে সতর্ক, কেনাকাটা না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দীর্ঘ মেয়াদি নিষেধাজ্ঞার পাশাপাশি এই যুদ্ধ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

শুধু শারীরিক দোকান নয়, ক্ষতির শিকার হয়েছে অনলাইন ব্যবসাগুলিও। অনেকে বিক্রি বন্ধ রেখেছেন একদিকে সংহতির কারণে, অন্যদিকে ইন্টারনেট বিঘ্নের কারণে। একটি স্পোর্টসওয়্যার অনলাইন পেজের মালিক বলেন, “আমার মতো অনেকেই ওই সময় ব্যবসা করতে পারেননি।”

মিসাইল গ্র্যান্ড বাজারে না পড়লেও মানসিক চাপ ও অনিশ্চয়তা এখানকার প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ অনেক ইরানির কাছে স্মরণীয় হয়ে থাকবে মৃত্যু বা ধ্বংসের জন্য নয়, বরং ভাঙা দোকান, অর্থনৈতিক চাপ ও হারিয়ে যাওয়া সম্ভাবনার জন্য।
 


সম্পর্কিত নিউজ