গাজায় খাদ্যের লাইনে ইসরায়েলি হামলায় ৬০০ ফিলিস্তিনি নিহত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজায় খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় গত পাঁচ সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০০ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) পরিচালিত বিতরণকেন্দ্রগুলোই এই হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। জাতিসংঘ এই কেন্দ্রগুলোকে ‘মৃত্যুকূপ’ বলে আখ্যায়িত করেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন খাদ্য সংগ্রহ করতে গিয়ে নারী-পুরুষ নির্বিশেষে জীবন ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। একজন নারী জানান, তিনি পাঁচজনের পরিবারের জন্য প্রতিদিন প্রাণ বাজি রেখে খাদ্য আনতে যান, কিন্তু অধিকাংশ দিনই ব্যর্থ হয়ে ফিরতে হয়। অপরদিকে, এক আহত ব্যক্তি বলেন, “আমার সন্তানদের ক্ষুধা মেটাতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি, তবুও আবার যাব।”
ইসরায়েলি সেনারা বিতরণকেন্দ্রে খাদ্য নিতে আসা জনতাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলি পত্রিকা ‘হারেতজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনেও সৈন্যদের স্বীকারোক্তি রয়েছে, যেখানে তারা বলেছে এটি “একটি হত্যাকাণ্ডের মাঠ”।
বিশ্লেষক অ্যান্থনি লোয়েনস্টেইন বলেন, এটি একটি পরিকল্পিত মানবিক সহায়তার সামরিকীকরণ। তিনি আরও দাবি করেন, ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে চালানো এই বিতরণ ব্যবস্থাটি আদতে ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য, যাতে তারা নিজেদের ইচ্ছায় গাজা ছাড়তে বাধ্য হয়। পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলো এই মডেলের মাধ্যমে আর্থিক লাভও করছে।
GHF দাবি করেছে, তারা ৫ সপ্তাহে ৫ কোটি ২০ লাখ খাবারের প্যাকেট বিতরণ করেছে। তবে বিশ্লেষকদের মতে, শত শত প্রাণহানির প্রেক্ষিতে এই পরিসংখ্যান যথেষ্ট নয় এবং মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে এটি ব্যর্থ।