শরণার্থী কেন্দ্র ইস্যুতে ডান-বাম মুখোমুখি

শরণার্থী কেন্দ্র ইস্যুতে ডান-বাম মুখোমুখি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

নেদারল্যান্ডসের হেলমন্ড শহরে নতুন আশ্রয়প্রার্থী কেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে শুরু হয়েছে উত্তপ্ত বিক্ষোভ। শহরজুড়ে দেখা গেছে একদিকে আশ্রয়কেন্দ্রবিরোধী বিক্ষোভ, অন্যদিকে পাল্টা সমর্থনমূলক মিছিল। এই ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে।

ডানপন্থী রাজনীতিবিদ গির্ট উইল্ডারস আশ্রয়কেন্দ্রের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন। তার দল সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়লাভ করলেও, সরকার থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিযোগে যে, অভিবাসনবিরোধী নীতিগুলো যথেষ্ট কঠোর ছিল না।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন, তারা আশ্রয়প্রার্থীদের কারণে নিরাপত্তা সমস্যায় পড়েছেন, এমনকি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন অনেকে।


অন্যদিকে, পাল্টা বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ডানপন্থীদের উসকানিমূলক বক্তব্য এবং রাজনীতি ডাচ সমাজে বিভাজন সৃষ্টি করছে। তারা বলেন, ইসলামোফোবিয়া ও বর্ণবৈষম্যমূলক হামলা বেড়ে গেছে, এবং এর জন্য মূলত উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলো দায়ী।

একজন পাল্টা বিক্ষোভকারী বলেন, “মানুষের যেসব ক্ষোভ—বাড়িভাড়া, চিকিৎসা খরচ, জীবনের ব্যয়—তা বাস্তব। কিন্তু আশ্রয়প্রার্থীরা এসব সমস্যার মূল কারণ নয়, বরং ১৪ বছরের ধারাবাহিক ব্যর্থ শাসনই এসবের জন্য দায়ী।”

এদিকে, স্থানীয় প্রশাসন বলছে, শরণার্থী কেন্দ্র স্থাপন নিয়ে এই ধরনের বিক্ষোভ ও রাজনৈতিক প্রচার বরং বিষয়টিকে আরও জটিল করে তুলছে। আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এই ইস্যু আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 


সম্পর্কিত নিউজ