যুক্তরাষ্ট্রে গরু রপ্তানিতে নতুন সুযোগ পেলেন খামারিরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘ দুই মাস পর অবশেষে যুক্তরাষ্ট্র দক্ষিণ সীমান্ত দিয়ে মেক্সিকো থেকে গবাদিপশু আমদানি পুনরায় শুরু করেছে। স্ক্রু-ওয়ার্ম নামক এক পরজীবী সংক্রমণের শঙ্কায় এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের গবাদিপশু খাত, যা স্থানীয় অর্থনীতির প্রধান ভিত্তি।
মার্কিন কৃষি সচিব ব্রুক রোল্যান্ড এক বিবৃতিতে জানান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে পরজীবী নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে আবার চালু হয়েছে বাণিজ্য। তবে নিষেধাজ্ঞার প্রভাবে হাজারো ক্ষুদ্র খামারি ক্ষতির মুখে পড়েছে। অনেককে অর্ধেক দামে স্থানীয় বাজারে পশু বিক্রি করতে হয়েছে।
প্রতি বছর চিহুয়াহুয়া থেকে প্রায় পাঁচ লাখ গরু যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, যার বাজার মূল্য প্রায় এক বিলিয়ন ডলার। কিন্তু স্ক্রু-ওয়ার্ম নামের ভয়াবহ পরজীবী গরুর শরীরের খোলা ক্ষত থেকে ডিম পাড়ে এবং দ্রুত মাংস খেয়ে পশুকে মেরে ফেলে। যদিও এখন পর্যন্ত এসব সংক্রমণ শুধুই দক্ষিণ মেক্সিকোতে দেখা গেছে, তবে কর্তৃপক্ষ ঝুঁকি নিতে চায়নি।
বর্তমানে সীমান্তে পশু পরিবহনের সময় কাগজপত্র ও কান ট্যাগ যাচাইয়ের পাশাপাশি শরীরে কোনো ক্ষত আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে।
৭০ বছর বয়সী খামারি মানুয়েল বোরুন্দা জানান, তিনি সারা জীবন ধরে এই খাতে কাজ করছেন। সাম্প্রতিক খরা ও খাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় একেকটি বাছুর বিক্রির অর্থেই চলছে তার পরিবার। আরেকবার নিষেধাজ্ঞা এলে তিনি ব্যবসা চালাতে পারবেন না বলেই আশঙ্কা করছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।