নিখোঁজের ৩০ বছর পর গণকবর থেকে কঙ্কাল উদ্ধার

নিখোঁজের ৩০ বছর পর গণকবর থেকে কঙ্কাল উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শ্রীলঙ্কার উত্তরের একটি প্রধান মহাসড়কের পাশের জলাভূমিতে সম্প্রতি একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। স্থানীয় পরিষদকর্মীরা প্রথমে মানব কঙ্কালের অংশ দেখতে পান, এরপর বিচার বিভাগীয় তত্ত্বাবধানে খনন শুরু হলে এখন পর্যন্ত ৩০টিরও বেশি কঙ্কাল উদ্ধার হয়েছে। এদের মধ্যে শিশুদের কঙ্কালও রয়েছে।

আদালতের নিদের্শে পরিচালিত খননে এখন পর্যন্ত ২৪টি সম্পূর্ণ কঙ্কাল ও ৪টি কঙ্কালের স্তুপ উদ্ধার হয়েছে। এই ঘটনা আবারও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে শ্রীলঙ্কার ২৬ বছরব্যাপী গৃহযুদ্ধ চলাকালীন নিখোঁজ হওয়া মানুষদের নিয়ে বিচার ও জবাবদিহিতার দাবি।

স্থানীয় বাসিন্দা অজন্তা জানান, তার ছোট ভাই, চাচাতো ভাই ও তার স্ত্রী, এমনকি তার স্বামীও নিখোঁজ। তিন দশক পেরিয়ে গেলেও তিনি এখনো কোনো খবর পাননি। অনেক পরিবারই এখনো ধূলিধূসরিত ছবি, সংবাদ বা অভিযোগপত্র বুকে নিয়ে আশায় বুক বাঁধে—তাদের প্রিয়জনেরা হয়তো কোনোদিন ফিরে আসবে।

এখন পর্যন্ত বিচারক কঙ্কালগুলোকে গণকবর হিসেবে চিহ্নিত করেছেন এবং প্রত্নতত্ত্ব, চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে পূর্ণাঙ্গ উৎখননের নির্দেশ দিয়েছেন।

শ্রীলঙ্কার উত্তর ও দক্ষিণে যুদ্ধকালীন এবং যুব বিদ্রোহ সংক্রান্ত বহু গণকবরের তদন্ত এখনো অসমাপ্ত। নির্যাতনের শিকার পরিবারগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার বলছে, শুধু আন্তর্জাতিক তদন্তই সঠিক বিচার নিশ্চিত করতে পারে। কিন্তু সরকার বরাবরের মতো বলছে, দেশীয় প্রতিষ্ঠানগুলিই যথেষ্ট।

মানবাধিকার কর্মীদের অভিযোগ, “সময় পাল্টালেও রাজনৈতিক সদিচ্ছা আসে যায়। যন্ত্রণাবিদ্ধ মানুষের জন্য রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি পাওয়াই যেন কঠিন।”


সম্পর্কিত নিউজ