৬০ বছর পর বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউ এস এইড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
৬০ বছরের কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেলো যুক্তরাষ্ট্রের অন্যতম বৈদেশিক সহায়তা সংস্থা ‘ইউ এস এইড’। প্রেসিডেন্ট জন এফ. কেনেডির সময় ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বব্যাপী মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্য উন্নয়ন এবং অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এখন থেকে আমেরিকার বিদেশি সহায়তা “সীমিত ও লক্ষ্যভিত্তিক” হবে এবং ইউএসএইডের কিছু দায়িত্ব স্টেট ডিপার্টমেন্টে স্থানান্তর করা হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে ইউএসএইড ধ্বংসের প্রক্রিয়া শুরু করেন। ফলে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও কন্ট্রাক্টর চাকরি হারান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ হয়ে যায়।
২০২৩ সালে ইউএসএইড প্রায় ৪৩ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করে, যা জাতিসংঘ-নিরীক্ষিত বৈশ্বিক মানবিক সহায়তার ৪০ শতাংশেরও বেশি ছিল। ৩০ বছরের মধ্যে সংস্থাটি প্রায় ৯১ মিলিয়ন প্রাণ রক্ষা করেছে বলে গবেষণা পত্রিকা ‘The Lancet’-এ প্রকাশিত হয়েছে।
প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ডিন কার্লিন জানান, ইউএসএইড শুধু সহায়তাই দেয়নি, বরং বিশ্বে যুক্তরাষ্ট্রকে একটি 'সদিচ্ছার শক্তি' হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন, স্টেট ডিপার্টমেন্ট ইউএসএইডের অভিজ্ঞতা ও দক্ষতা ছাড়াই এই দায়িত্ব গ্রহণ করছে এবং কার্যকারিতা হারানোর ঝুঁকি রয়েছে।
অনেকে মনে করছেন, সংস্থাটি নিজের কার্যক্রম সম্পর্কে যথাযথভাবে আমেরিকান জনগণকে অবহিত করতে পারেনি বলেই এটি রাজনৈতিক সিদ্ধান্তের শিকার হয়েছে।