গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, শর্তে সম্মত ইসরায়েল

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব, শর্তে সম্মত ইসরায়েল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইসরায়েল গাজায় ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, “ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে, যার ভিত্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এই সময়ে সব পক্ষকে নিয়ে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চলবে।” তিনি আরও জানান, চূড়ান্ত প্রস্তাবটি কাতার ও মিসরের মাধ্যমে দেওয়া হবে।

যদিও চুক্তির পুরো শর্তাবলি প্রকাশ করা হয়নি। ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে যে, এতে ধাপে ধাপে জীবিত জিম্মিদের মুক্তি এবং নিহতদের মরদেহ ফেরতের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন একটি নিশ্চয়তা পেয়েছে যে, প্রয়োজনে তারা যুদ্ধ পুনরায় শুরু করতে পারবে।

এই যুদ্ধবিরতি চুক্তিটি মূলত আগের প্রস্তাবগুলোরই পুনরাবৃত্তি, যেখানে হামাসকে গাজার শাসন থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের দিকে এগোনোর পরিকল্পনা থাকলেও, এটি এখন পর্যন্ত শুধুই একটি অস্থায়ী চুক্তি।

ইসরায়েলে এই ঘোষণার পর কিছুটা আশাবাদ তৈরি হয়েছে। তবে জনগণের মধ্যে সংশয়ও রয়ে গেছে, কারণ অতীতে একই ধরনের চুক্তি বারবার ভেঙে গেছে। আগামী কিছুদিনের মধ্যেই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সাংবাদিক নূর জানিয়েছেন, ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তারা জর্ডানের রাজধানী আম্মানে অবস্থান করছেন। তিনি বলেন, “এই চুক্তির বাস্তবায়ন নির্ভর করবে উভয় পক্ষের আন্তরিকতার উপর এবং এটি এখনও নিশ্চিত নয় যে হামাস এটি গ্রহণ করবে।”
 


সম্পর্কিত নিউজ