তেলবাহী বার্জ ডুবে নিহত ৪, নিখোঁজ ৪

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মিশরের সুয়েজ উপসাগরের গেবেল এল-জেইতের কাছে একটি তেল অনুসন্ধানকারী বার্জ ডুবে যাওয়ায় চারজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাতে 'আডাম মেরিন ১২' নামের বার্জটি একটি নতুন স্থানে টেনে নেওয়ার সময় উল্টে যায়। মিশরীয় সরকার বুধবার জানায়, এই দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে চারজনকে হেলিকপ্টারে করে এবং বাকি ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে অনেকেই এখন হুরঘাদার এল গৌনা হাসপাতালে চিকিৎসাধীন।
পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী করিম বাদাওয়ি, শ্রমমন্ত্রী মোহাম্মদ জিবরান এবং রেড সি প্রদেশের গভর্নর আমর হানাফি আহতদের দেখতে হাসপাতালে যান।
গভর্নর হানাফি জানান, নিখোঁজদের সন্ধানে মিশরীয় নৌবাহিনীর জাহাজ ও অন্যান্য উদ্ধারকারী দল কাজ করছে।
গেবেল এল-জেইত অঞ্চলটি সুয়েজ খালের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদন কেন্দ্র।
দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে, টানার সময় ভারসাম্য হারিয়ে বার্জটি উল্টে যায়।
সরকারি কর্তৃপক্ষ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।