গাজায় হাসপাতাল বন্ধ, মৃত্যুর মুখে ডায়ালাইসিস রোগীরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
উত্তর গাজার বৃহত্তম হাসপাতাল কমপ্লেক্স আল-শিফা এখন কার্যত অচল। প্রধান জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালের বেশিরভাগ ইউনিট বন্ধ হয়ে গেছে। সামান্য ব্যাকআপ জেনারেটরে চলছে কেবল জরুরি কয়েকটি সেবা। ইসরায়েলি অবরোধে জ্বালানি প্রবেশে বাধা থাকায় উত্তর গাজায় জ্বালানি পৌঁছাচ্ছে না।
হাসপাতাল সূত্র জানায়, ডায়ালাইসিস মেশিন বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক কিডনি রোগীর জীবন হুমকির মুখে। আইসিইউ ইউনিটগুলোও প্রায় অচল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, "এই সংকট জীবন-মৃত্যুর প্রশ্ন।"
একজন কিডনি রোগী বলেন, “আমাদের মতো ডায়ালাইসিস নির্ভর রোগীদের জন্য একটি সেশন মিস করাই মৃত্যুর শামিল। আমি আজ ৫ কেজি অতিরিক্ত পানি শরীরে নিয়ে এসেছি, যা আজ না তুললে বিষক্রিয়া শুরু হবে।” তিনি জানান, এক ঘণ্টা হেঁটে হাসপাতালে এসেও জানতে পারেন মেশিন বন্ধ।
এই সংকটে সবচেয়ে বড় সমস্যা হলো গাজা উপত্যকায় আর কোনো স্থানে ডায়ালাইসিস সেবা চালু নেই। গাজা শহরের পরিস্থিতি এখন যেন এক ‘মৃত্যু প্রতীক্ষালয়’।
দুর্ভাগ্যজনকভাবে, এইসব রোগীরা কোনো যুদ্ধের সম্মুখসারিতে নেই, আবার খবরের শিরোনামেও আসছে না। তারা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে নিঃশব্দে।
আল-শিফা হাসপাতালের পরিচালক বলেন, “শুধু বোমা নয়, বিদ্যুৎ না থাকাটাই এখন গাজার মানুষের জন্য বড় বিপদ।”