ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। বাইডেন প্রশাসনের আমলে এসব অস্ত্র দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন তা পর্যালোচনার আওতায় এনেছে পেন্টাগন। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কৌশল।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈশ্বিক সামরিক সহায়তা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে।" পেন্টাগনের একটি অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদ এখন এতটাই কম যে, তা অন্য দেশে স্থানান্তর অনুপযুক্ত।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানিয়েছেন, “আমেরিকার সামরিক বাহিনী এখন আগের চেয়ে বেশি প্রস্তুত ও সক্ষম।” তিনি আরও বলেন, কংগ্রেসে প্রস্তাবিত নতুন কর ও প্রতিরক্ষা বাজেট বিল দীর্ঘমেয়াদে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম পলিটিকো জানায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, নির্ভুল আর্টিলারি এবং হেলফায়ার মিসাইলের মতো গুরুত্বপূর্ণ সামগ্রী ইউক্রেনের জন্য আপাতত আটকে রাখা হয়েছে।

এই বিলম্ব এমন সময় হচ্ছে, যখন ইউক্রেনের ওপর রাশিয়ার বোমা হামলা তীব্র হয়েছে। যুদ্ধের এই ধাপে একটি যুদ্ধবিরতির সম্ভাবনা প্রায় অদৃশ্য। কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনাও থমকে গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৬ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে। এ সময় যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য উৎসাহিত করেছে। তবে অনেক নেটো দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো, নিরাপত্তা শঙ্কায় তা দিতে নারাজ।

সম্প্রতি নেটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প ইউক্রেনের প্যাট্রিয়ট চাহিদার বিষয়টি স্বীকার করেন।


সম্পর্কিত নিউজ