পবিত্র আশুরা: কবে রাখবেন রোজা?

পবিত্র আশুরা: কবে রাখবেন রোজা?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আশুরা একটি আরবি শব্দ, যা 'আশারা' থেকে উদ্ভূত। এর অর্থ 'দশ'। আরবি সনের প্রথম মাস মহররমের দশম দিনকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

চাঁদ দেখা অনুযায়ী মহররম মাস শুরু হয়েছে গত শুক্রবার (২৭ জুন) থেকে। সে অনুযায়ী, আগামী রবিবার, ৬ জুলাই (১০ম মহররম) পবিত্র আশুরা পালিত হবে। অর্থাৎ জুলাই এর ৬ এবং ৫ বা ৭ তারিখে আশুরার রোজা রাখতে হবে।

ইসলামের দৃষ্টিতে মহররম সম্মানিত চার মাসের একটি। রাসুল (সা.) বলেছেন, “আসমান-জমিন সৃষ্টিলগ্ন থেকে সময় তার মতো করে চলছে। বছরে ১২ মাসের চারটি সম্মানিত মাস। ধারাবাহিকভাবে তিনটি: জিলকদ, জিলহজ ও মহররম। চতুর্থটি হলো রজব।” (বুখারি ৩১৯৭)

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন। তবে, এই রোজা রাখার ক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছেন, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবিরা অবাক হয়ে বলেন, ‘হে আল্লাহর রসুল, ইহুদিরা তো এই দিনটিকে মহান দিন মনে করে। এ দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এ দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে।’

তাদের প্রশ্নের জবাবে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা রাখে, আগামী বছর ১০ তারিখের সঙ্গে ৯ তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করবো, ইনশাআল্লাহ। (মুসলিম: ১১৩৪)

আরেক বর্ণনায় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এ ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য ১০ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখো। (মুসনাদে আহমদ: ২১৫৪)

উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে, আশুরার রোজা দুটি রাখতে হবে। মহররমের ১০ তারিখ রবিবার (৬ জুলাই) একটি, আর এর আগে মহররমের ৯ তারিখ শনিবার (৫ জুলাই) অথবা পরের দিন মহররমের ১১ তারিখ সোমবার (৭ জুলাই) আরও একটি রোজা রাখতে হবে।


সম্পর্কিত নিউজ