৪ আগস্ট যাত্রাবাড়ী ছিল ছাত্রদলের নিয়ন্ত্রণে: ছাত্রদল সভাপতি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, ২০২৫ সালের ৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী, ধোলাইপাড় ও জুরাইন এলাকায় সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে অবস্থান নেন এবং দখলমুক্ত করার কাজে অগ্রণী ভূমিকা রাখেন। ওইদিন তিনি নিজেই যাত্রাবাড়ী অঞ্চলের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "৪ আগস্ট ছাত্রদলের নেতৃত্বে আমরা যাত্রাবাড়ী এলাকাটি আওয়ামী প্রভাবমুক্ত করেছি। শৃঙ্খলার সঙ্গে সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন এবং পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।"
তিনি জানান, ছাত্রদলের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের কর্মীরাও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভাগ হয়ে অবস্থান নেন। ঢাকা শহরে প্রবেশ ও কৌশলগত অবস্থান গ্রহণের জন্য আগেই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নেতা-কর্মীদের আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা বুঝেছিলাম, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সে অনুযায়ী প্রস্তুতি নিয়েই আমরা এগিয়েছিলাম। ছাত্রলীগসহ সরকারপন্থী সংগঠনের প্রতিরোধ মোকাবিলা করেই আমরা যাত্রাবাড়ী ও ধোলাইপাড় এলাকা নিয়ন্ত্রণে নেই।
তিনি আরও জানান, মিছিলের শুরু হয় দনিয়া কলেজ থেকে, যেখান থেকে শত শত কর্মী যোগ দেন। পথে কিছু সংঘর্ষ হলেও তারা পিছপা হননি। “শারীরিক ও মানসিক প্রস্তুতি আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে,” বলেন তিনি।
পরবর্তীতে, ছাত্রদলের কর্মীরা ধোলাইপাড় ও জুরাইনেও সংগঠিতভাবে অবস্থান গ্রহণ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত মাদরাসা শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল জুরাইনেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
সাক্ষাৎকারে রাকিব বলেন, “৪ আগস্টের ঘটনাপ্রবাহ ছিল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। সংগঠিত ও নেতৃত্বাধীন কর্মকাণ্ড কিভাবে শহরের একটি অংশে প্রভাব ফেলে, সেটির প্রমাণ ছিল সেদিন।