চ্যাটজিপিটিকে 'থ্যাঙ্ক ইউ' বা 'প্লিজ': অজান্তেই ক্ষতি করছেন বিশাল অঙ্কের

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট, যেমন চ্যাটজিপিটি বা জেমিনি এআই-এর সঙ্গে কথা বলার সময় আমরা অনেকেই 'থ্যাঙ্ক ইউ', 'প্লিজ' বা 'ক্যান ইউ'-এর মতো সৌজন্যমূলক শব্দ ব্যবহার করে থাকি। ভাবছেন, এতে ক্ষতি কী? বিশেষজ্ঞরা বলছেন, এই সাধারণ সৌজন্যবোধই এআই সংস্থাগুলোকে ফেলে দিচ্ছে বিপুল আর্থিক ক্ষতির মুখে!
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটগুলো মানুষের মতো আবেগ বা সৌজন্য বোঝার জন্য ডিজাইন করা হয়নি। তারা শুধুই নির্দেশ বুঝতে এবং তা দ্রুত কার্যকর করতে তৈরি করা হয়েছে। যখন আপনি "প্লিজ" বা "ধন্যবাদ" বলেন, তখন এআই সিস্টেমকে এই অতিরিক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করতে অতিরিক্ত কম্পিউটিং শক্তি খরচ করতে হয়। আর এই বাড়তি শক্তি খরচ মানেই হলো এআই পরিচালনাকারী সংস্থাগুলোর জন্য অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিশাল আর্থিক বোঝা।
বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শোনা যাচ্ছে ভবিষ্যতে এই ধরনের 'ভদ্র' শব্দগুলো চ্যাটবটগুলো হয়তো ব্লক করে দেবে। অর্থাৎ, আপনার উচিত হবে শুধু প্রয়োজনীয় নির্দেশটি কম কথায় এবং সরাসরি দেওয়া, যাতে চ্যাটবট দ্রুত ও কার্যকরভাবে আপনাকে সাহায্য করতে পারে।
২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর থেকেই এটি তার সক্ষমতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। কবিতা লেখা থেকে শুরু করে রেসিপি, গণিত সমাধান, বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট, রিপোর্ট তৈরিসহ নানা কাজে এটি মানুষের জীবনকে সহজ করেছে।
তবে, এই প্রযুক্তির ব্যাপক ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক দিক নিয়েও সতর্ক করেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তিনি নিজেই এআই ব্যবহারে শব্দ প্রতি সতর্ক হতে বলেছেন। তার এই সতর্কতার পর, চ্যাটবটের সঙ্গে কথোপকথনে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।