প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা দিলো যুক্তরাজ্য

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রস্তাব পার্লামেন্টে পাশ হয়েছে। এটি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরাসরি আন্দোলনকারী সংগঠনকে নিষিদ্ধ করার পদক্ষেপ। এখন প্রস্তাবটি হাউস অব লর্ডসে গৃহীত হলে আইন হিসেবে কার্যকর হবে।
২০২০ সালে গঠিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি ও অবকাঠামোর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। যুক্তরাজ্য সরকার দাবি করছে, এই সংগঠনটি সামরিক সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিতে হামলা চালিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এমনকি ইউক্রেন, ন্যাটো এবং ফাইভ আইজ সহযোগী দেশগুলোর প্রতিরক্ষা শিল্পেও প্রভাব ফেলছে বলে অভিযোগ।
সরকার বলছে, সংগঠনটির কর্মকাণ্ড দিন দিন সহিংস হয়ে উঠছে এবং এর সদস্যরা ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করছে। তবে কিছু এমপি এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁদের মতে, এটি ‘ডাইরেক্ট অ্যাকশন’ হলেও তা ‘সন্ত্রাস’ নয়।
ডাউনিং স্ট্রিটের সামনে আন্দোলনকারীরা প্রতিবাদ করেছে। প্রস্তাবিত নিষেধাজ্ঞা আইনে পরিণত হলে, প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানানোর কারণেই ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আন্দোলনকারীরা বলছেন, তাঁরা ভয় পান না এবং প্রতিরোধ চালিয়ে যাবেন।
এদিকে, প্যালেস্টাইন অ্যাকশন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। নাগরিক অধিকার সংস্থাগুলো বলছে, এ নিষেধাজ্ঞা ভবিষ্যতে যুক্তরাজ্যে প্রতিবাদের অধিকারকে বিপন্ন করতে পারে।