মাদক চক্র তীব্র, গৃহযুদ্ধের সম্ভাবনা

মাদক চক্র তীব্র, গৃহযুদ্ধের সম্ভাবনা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

উত্তর মেক্সিকোতে সিনালোয়া কার্টেলের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে এক ভয়াবহ গৃহযুদ্ধ। এক সময়ের দেশের সবচেয়ে শক্তিশালী মাদক চক্রটি আজ বিভক্ত দুটি প্রধান গোষ্ঠীতে—‘লস চাপিতোস’, যা কুখ্যাত ড্রাগলর্ড হোয়াকিন "এল চাপো" গুজমানের ছেলেদের নেতৃত্বে এবং ‘লস মায়োস’, যাদের নেতৃত্বে আছেন ইসমায়েল “এল মায়ো” জামবাদা।

প্রায় নয় মাস ধরে চলা সংঘর্ষে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, ‘লস চাপিতোস’ এখন তাদের পূর্বের প্রতিদ্বন্দ্বী ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (CJNG)-এর সঙ্গে মিত্রতা গড়ে তুলছে। এক কার্টেল সদস্য জানান, তারা এখন এলাকা ভাগাভাগি করে নেওয়ার চুক্তির পথে হাঁটছে, যাতে একে অপরের সঙ্গে লড়াই না করেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায়।

তবে নানা সূত্র জানাচ্ছে, ‘লস চাপিতোস’ ক্রমাগত পিছিয়ে পড়ছে, এবং তাদের এলাকা ও সহযোগীরা একে একে ‘লস মায়োস’-এর দখলে চলে যাচ্ছে। অন্যদিকে মেক্সিকান সরকার ও যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের চাপও বেড়েছে সিনালোয়া কার্টেল ও ফেন্টানিল পাচারের বিরুদ্ধে অভিযান চালাতে।

আগ্রাসী অভিযানে বাড়ছে সহিংসতা। এখন শুধু নীচু পর্যায়ের সদস্যদের অপহরণ বা জিজ্ঞাসাবাদ নয়, একে অপরের আস্তানা ও প্রধান সদস্যদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে উভয় গোষ্ঠী। যার ফলশ্রুতিতে প্রাণ হারাচ্ছে নিরপরাধ শিশু পর্যন্ত। একটি ঘটনায় এক শিক্ষক নেতৃত্বে প্রতিবাদ মিছিলও হয়েছে যেখানে দুই শিশু ও তাদের পিতা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

কার্টেল সদস্যদের মতে, এই সংঘর্ষের কোনো শান্তিপূর্ণ সমাধান নেই। শুধুমাত্র একটি পক্ষ সম্পূর্ণ পরাজিত হলে তবেই এই যুদ্ধের ইতি ঘটতে পারে।


সম্পর্কিত নিউজ