গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও একবার রক্তাক্ত হলো বেসামরিক এলাকা। মধ্য গাজার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বোমা বর্ষণের পর আহতদের বাঁচাতে মরিয়া প্রচেষ্টা চালায় স্থানীয়রা। অনেকেই আহত অবস্থায় পৌঁছায় অলআ হাসপাতালে, কিন্তু অনেকে পায়নি চিকিৎসার সুযোগ—তাদের সেখানে নিয়ে যাওয়া হয় দাফনের প্রস্তুতির জন্য।

চোখের সামনে সন্তানদের মৃতদেহ দেখে ভেঙে পড়েন অনেক মা-বাবা। নিহতদের মধ্যে ছিল অন্তত তিন শিশু। চিকিৎসা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পুরো গাজাজুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ১০০-রও বেশি ফিলিস্তিনি।

আল-মাসি শরণার্থী ক্যাম্পে চালানো এক হামলায় ধ্বংস হয় অস্থায়ী তাঁবুগুলো, যেগুলোই ছিল বহু মানুষের একমাত্র আশ্রয়স্থল। একটি মেয়ে শিশু নিজের পুরো পরিবারকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে যায়। তার মা-বাবা, ভাই-বোন—সবাই নিহত হয়েছে ওই হামলায়। তার দেখভাল করছিলেন দাদা, তিনিও মারা গেছেন। এখন তার পাশে আর কেউ নেই।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "আল্লাহ যেন ইসরায়েলিদের এই নিষ্ঠুরতার বিচার করেন।"

গাজা শহরের একটি ঘনবসতিপূর্ণ শরণার্থী এলাকায় আরেক দফা বিমান হামলায় বহু আহত হয়। সেখান থেকেও আহতদের নেওয়া হয় অ্যাম্বুলেন্সে। নিহতদের মধ্যে রয়েছেন গাজা ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ানা সুলতান, তার স্ত্রী ও সন্তানরাও।

এই যুদ্ধ শুধু হামাসের বিরুদ্ধে নয়, বরং পুরো ফিলিস্তিনি জনগণের অস্তিত্বের বিরুদ্ধে পরিচালিত একটি ধ্বংসযজ্ঞ—এমনটাই মনে করছেন স্থানীয়রা। অনাহার, মৃত্যু, উদ্বাস্তু হওয়া ও অনাথত্ব—এই বাস্তবতা প্রতিদিন গাজাবাসীদের জন্য আরও কঠিন হয়ে উঠছে।


সম্পর্কিত নিউজ