স্বাস্থ্যসেবার বিপর্যয় ডেকে আনছে নতুন বাজেট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের হাজার হাজার পরিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন কর ও ব্যয়ের পরিকল্পনায় অন্তর্ভুক্ত মেডিকেইড বাজেট কাটছাঁটের ফলে চরম বিপদের আশঙ্কা করছে।
ক্যালভিন লামের পরিবারের অভিজ্ঞতাই তার প্রমাণ। মস্তিষ্কের বিরল জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া ক্যালভিন সেরিব্রাল পালসি ও এপিলেপসিতে ভুগছে। প্রতিদিন শত শত সিজার (খিঁচুনি) হওয়া এই শিশুর চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবারটি সরকারি মেডিকেইডের ওপর নির্ভরশীল।
মেডিকেইড না থাকলে, শুধুমাত্র ওষুধের খরচই মাসে গড়ে ৫০০ ডলার হতো বলে জানিয়েছে পরিবারটি। এছাড়া, ক্যালভিনের যোগাযোগে ব্যবহৃত ৭,০০০ ডলারের একটি বিশেষ যন্ত্রও মেডিকেইড ছাড়া কেনা সম্ভব হতো না।
কিন্তু কংগ্রেসে প্রস্তাবিত বিলটি পাস হলে, প্রায় ১ ট্রিলিয়ন ডলার মেডিকেইড বাজেট থেকে কেটে নেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস (CBO)। এর ফলে ২০৩৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ মানুষ স্বাস্থ্য বিমা হারাবে, যার মধ্যে ৫ লাখই ইলিনয়ের অধিবাসী।
হোম হেলথকেয়ার সহকারী কর্নেলিয়াস সিমস জানান, তিনি কাজ করলেও কাগজপত্রের জটিলতায় একবার ছয় মাস বিমা সুবিধা হারান। এ ধরনের কঠিন যাচাইকরণ আরও অনেক দরিদ্র ব্যক্তিকে বিপদে ফেলবে বলে আশঙ্কা তার।
ক্যালভিনের মা লিন্ডসে লাম বলেন, “এটি গরিব ও প্রতিবন্ধীদের থেকে কেড়ে নিয়ে ধনীদের আরও ধনী করার একটি পরিকল্পনা।”
বিশেষজ্ঞরা বলছেন, এই বিলটি বাস্তবায়িত হলে অসংখ্য প্রতিবন্ধী, দরিদ্র ও অল্পআয়ের পরিবার চিকিৎসার সুযোগ হারাবে এবং সামাজিক বৈষম্য আরও বাড়বে।