ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল, গ্রাম খালি করলো প্রশাসন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ ক্রিট-এ ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়ারাপেত্রা মিউনিসিপালিটিতে বিস্তীর্ণ বনভূমি পুড়ে যায় এবং আগুনের মুখে পড়ে অন্তত চারটি গ্রাম ও পর্যটন এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল নেভাতে ১৫৫ জন দমকল কর্মী এবং ৩৮টি ফায়ার ইঞ্জিন ও জলবাহী ট্রাক মোতায়েন করা হয়েছে। আগুনে ঘনবসতিপূর্ণ এলাকাগুলো হুমকির মুখে পড়ে, ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়।
দমকল বাহিনী জানায়, দুপুরে শুরু হওয়া এই দাবানল প্রবল ঝোড়ো হাওয়ার কারণে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজকে কঠিন করে তোলে। পরিস্থিতি মোকাবেলায় এথেন্স থেকে অতিরিক্ত সাহায্য আকাশ ও জলপথে পাঠানো হয়েছে।
গ্রীষ্মের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে গ্রিসে দাবানল একটি নিয়মিত ঘটনা, তবে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের তীব্রতা ও ব্যাপকতা বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনকেই এর জন্য দায়ী করছেন পরিবেশবিদরা ও সরকার।
এদিন রাতে ক্রিট ছাড়াও কাইথিরা দ্বীপ এবং উত্তরাঞ্চলের চালকিদিকি অঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়ে, যা এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
দাবানলের ফলে পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস ও পর্যটন খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।