৮৬ বারের মতো পেছাল ‘রিজার্ভ চুরি মামলা’র প্রতিবেদন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চাঞ্চল্যকর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুলাই নতুন সময়সীমা নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডি মোট ৮৬ বার সময় নিল।
গতকাল বুধবার (২ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত এই আদেশ জারি করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ এই সাইবার চুরির ঘটনা ঘটে। হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি করে। চুরি হওয়া অর্থের মধ্যে অন্তত ৮১ মিলিয়ন ডলার
ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় এবং সেখান থেকে তা ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে চলে যায়।
এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
চুরি হওয়া অর্থের কিছু অংশ উদ্ধারে বাংলাদেশ সফল হয়েছে। এ পর্যন্ত ফিলিপাইনের আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অবশিষ্ট ৬৬ মিলিয়ন ডলার ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আরসিবিসি'র বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
২০২৩ সালের ২ মার্চ নিউইয়র্কের সুপ্রিম কোর্ট ৮১ মিলিয়ন ডলারের সাইবার হ্যাকিং মামলাটি চলমান রাখার অনুমতি দিলেও আরসিবিসির বিরুদ্ধে আনা কয়েকটি অভিযোগ খারিজ করে দেয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।