জনতা ব্যাংকের অফিসার-রুরাল ক্রেডিট পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৮ জুলাই

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জনতা ব্যাংক পিএলসি’র অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। ২০২২ সালভিত্তিক এই নিয়োগে মোট ১১৪টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে আগামী ১৮ জুলাই ২০২৫, শুক্রবার। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং মেয়াদ হবে ১ ঘণ্টা।
পরীক্ষাটি হবে ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) ভিত্তিক।
প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ইতোমধ্যেই প্রবেশপত্র আপলোড করা হয়েছে এবং পরীক্ষার আগমুহূর্ত পর্যন্ত এটি ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না।
পরীক্ষার সেন্টার, সময় এবং অন্যান্য নির্দেশনা পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://erecruitment.bb.org.bd