যশোরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপের শিকার হয়েছেন একই পরিবারের তিনজন, যার মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।গতকাল, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আহতরা হলেন, গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), তাদের ছেলে ইয়ানূর (৮) এবং মেয়ে রিপা খাতুন (২৬)।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রায় চার বছর আগে রিপার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকেন। রিপা বারবার জসিমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে এই কাণ্ড ঘটায়।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর এবং মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানিয়েছেন, "শিশু ইয়ানূরের পা সহ শরীরের বিভিন্ন অংশ এসিডে দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মা ও বোন আংশিক দগ্ধ হয়েছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।"
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।"