গ্রীসে দাবানলে আটকে পড়া ৫ হাজার পর্যটক উদ্ধার

গ্রীসে দাবানলে আটকে পড়া ৫ হাজার পর্যটক উদ্ধার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গ্রীসের জনপ্রিয় পর্যটন দ্বীপ ক্রিটে দাবানলের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। তথ্যমতে, এই সংখ্যা ৫ হাজারের অধিক। বুধবার রাতে শুরু হওয়া আগুন শুক্রবার সকালে নিয়ন্ত্রণে আসে, তবে এই সময়ে পুরো দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন যাতে পুনরায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে হেলিকপ্টার ও ফায়ার ইঞ্জিন টানা পানি ছিটিয়ে যায়। একইসাথে গ্রীসের আরও দুটি এলাকায় বড় ধরনের আগুন নেভানো হয়েছে।

এই দুর্যোগ মোকাবেলায় প্রায় ১,৫০০ স্বেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের একজন, আলোস তিকুদাকিস জানান, তিনি টানা ৩৬ ঘণ্টা ঘুম না নিয়েই আগুন নেভানোর কাজে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার সময় তিনি মেইন রোডে ছিলেন, পরে পাহাড়ে গিয়ে জ্বলন্ত গাছের গুঁড়ি নিভিয়েছেন। ফায়ার সার্ভিস যেখানে পৌঁছাতে পারেনি, সেসব স্থানে স্বেচ্ছাসেবকদের ছোট পিকআপ ট্রাক পৌঁছে যায়।

গ্রীসের মানুষ এখন ক্রমবর্ধমান দাবানলের সঙ্গে লড়াই করতে শিখছে, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চল দ্রুত উত্তপ্ত হচ্ছে। ২০২৪ সালে গ্রীসে প্রায় ১০,০০০ বন ও ক্ষেত্রের আগুন ঘটেছিল। দ্রুত প্রতিক্রিয়া জরুরি, যা বড় ধরনের বিপর্যয় রোধে সাহায্য করে।

এমনকি পর্যটকদের নিরাপদ স্থানে সরানোর ক্ষেত্রেও এই স্বেচ্ছাসেবীরা অসাধারণ ভূমিকা রেখেছেন। ক্রিটের থার্মা শহরে হোটেলগুলো দ্রুত এজেন্টদের সঙ্গে যোগাযোগ করে অতিথিদের স্থানান্তরের ব্যবস্থা করে। রোমানিয়ান পর্যটক আদেলা কাকুচ জানান, “৩০ মিনিটে তারা বাস, নিরাপদ আবাসনের ব্যবস্থা করে। সবাই শান্ত ছিলেন।”

এই ঘটনার দ্রুত প্রতিক্রিয়া প্রাণ ও সম্পদ বাঁচালেও, বন ও পরিবেশ রক্ষা সম্ভব হয়নি। আগুন নিভলেও প্রকৃতির ক্ষতি হয়ে গেছে, যা সহজে পূরণ হবার নয়।

 


সম্পর্কিত নিউজ