যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা: টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা: টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫ শিশু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এখনো নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া অন্তত ২৫ শিশু। নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যাওয়ায় সৃষ্টি হয় বিপর্যয়কর এই পরিস্থিতি।

শনিবার টেক্সাসের কারভিল শহর এবং আশপাশের এলাকায় তীব্র বৃষ্টিপাতের পর নদী উপচে ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যায়। বহু যানবাহন ভেসে গেছে, ধসে পড়েছে অনেক স্থাপনা। টেক্সাসের প্রশাসন এই পরিস্থিতিকে “প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক” বলে ঘোষণা দিয়ে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

স্থানীয় গুয়াদালুপে নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় হঠাৎ করেই প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। রাজ্যের পার্বত্য অঞ্চল এবং কনচো ভ্যালি এলাকায় বন্যার প্রভাবে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে পুরোদমে। নিখোঁজ শিশুরা আদতে নিখোঁজ নাও থাকতে পারে, তারা হয়তো আশ্রয়ে বা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।

ইতোমধ্যে বন্যার কারণে টেক্সাসে স্বাধীনতা দিবসের সব ধরনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে।


সম্পর্কিত নিউজ