গা’যার অনাহারীদের মুখে খাবার তুলে দিচ্ছে আবু ত্ব-হা আদনানের ফাউন্ডেশন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আবু আবু ত্ব-হা আদনানের উদ্যোগে ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন বাংলাদেশ থেকে পরিচালিত একটি মানবিক, দাওয়াহভিত্তিক ও ইসলামিক প্রতিষ্ঠান। গা’যার চলমান সংকট ও যুদ্ধাবস্থায় এই ফাউন্ডেশনটি নিজেদের কাঁধে নিয়েছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভাই-বোন, ইয়াতিম শিশু ও বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনটি। এই সংগঠন কেবল অর্থ বা খাবার বিতরণ করছে না, তারা একটি সমন্বিত মানবিক ও পুনর্বাসনমূলক কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে গা’যার মাটিতে।
বর্তমানে আবু ত্ব-হার ফাউন্ডেশন গা’যায় যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, তার প্রথম ধাপে রয়েছে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ। ফাউন্ডেশনের প্রতিনিধিরা স্থানীয় সহযোগীদের মাধ্যমে নির্দিষ্ট এলাকার ক্ষুধার্ত ও আশ্রয়হীন জনগণের কাছে প্রতিদিন শত শত প্যাকেট খাবার পৌঁছে দিচ্ছেন। শিশুরা যাতে পর্যাপ্ত পুষ্টি পায়, সে জন্য তারা বিশেষ শিশু খাদ্য ও দুধ সরবরাহের ব্যবস্থাও করছেন।
খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ করছে ফাউন্ডেশনটি। গা’যার অনেক অংশেই পানির লাইন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ফলে পানি সংকট এখানে ভয়াবহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ফাউন্ডেশনটি ট্যাংকারের মাধ্যমে টহল দিয়ে দিয়ে পানির জার ও বোতল সরবরাহ করছে।
বাস্তুচ্যুতদের জন্য তাবু স্থাপন কর্মসূচির মাধ্যমে তারা যুদ্ধকবলিত গৃহহীন পরিবারগুলোকে অস্থায়ী আশ্রয় দেওয়ার চেষ্টা করছে। এসব তাবুতে পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে, যা যুদ্ধের ভয়াবহতার মধ্যে একরকম শান্তি এনে দিচ্ছে। সেইসঙ্গে বিতরণ করা হচ্ছে শুকনো খাবার ও রান্না সামগ্রী—যেমন চাল, ডাল, তেল, বিস্কুট, চিনি, চা, স্যানিটারি ন্যাপকিন এবং রান্নার চুলা ও গ্যাস সিলিন্ডার পর্যন্ত।
তাদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নগদ অর্থ সহায়তা। যারা পরিবারের অভিভাবক হারিয়েছে কিংবা যাদের আর্থিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে, তাদের হাতে সরাসরি নগদ টাকা তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা নিজের প্রয়োজন অনুযায়ী খাবার, ওষুধ, কাপড় বা আশ্রয়ের ব্যবস্থা করতে পারেন।
ত্ব-হা ফাউন্ডেশন ইয়াতিম শিশুদের জন্য আশ্রয়, শিক্ষা ও খাবারের একটি আলাদা কাঠামো গড়ে তুলেছে। যুদ্ধ-বিধ্বস্ত শিশুরা যারা পিতা-মাতা হারিয়েছে, তাদের জন্য নিরাপদ আবাস, মানসম্মত খাদ্য এবং নিয়মিত কুরআন শিক্ষা ও সাধারণ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গা’যার অভ্যন্তরে তাদের পরিচালিত ইসলামিক সেন্টার-এ হিফয ও তালিম কার্যক্রম চলছে, যেখানে বহু শিশু নিয়মিত পড়াশোনা করছে। এতে দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি ও মানসিক সাহস ফিরে পাচ্ছে এসব শিশু।
এই সমস্ত কার্যক্রমের পেছনে রয়েছে বাংলাদেশ ও প্রবাসী মুসলমানদের আন্তরিক সহযোগিতা। বিকাশ, নগদ, রকেট, সেলফিন, উপায় সহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ থেকে সহজেই অর্থ সংগ্রহ করে পাঠাচ্ছে সংগঠনটি। এছাড়া ফাউন্ডেশনটির ব্যাংক একাউন্টেও আন্তর্জাতিক ভাবে সহায়তা প্রেরণের সুবিধা রয়েছে। সব কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে তারা ফেসবুকে নিয়মিত লাইভ আপডেট ও প্রতিবেদন প্রকাশ করছে।
সার্বিকভাবে, ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন গা’যার মাটিতে একটি পরিপূর্ণ মানবিক সহায়তা মিশন পরিচালনা করছে। তাৎক্ষণিক ত্রাণ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী, পুনর্বাসনমূলক ও শিক্ষা-ভিত্তিক উদ্যোগ হিসেবে ফাউন্ডেশনটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। যুদ্ধের সময়ও তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এক অবিচল ও মহতী দৃষ্টান্ত স্থাপন করেছে।