নাহিদ ইসলাম: শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এখনও সংগ্রামের প্রয়োজন

নাহিদ ইসলাম: শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এখনও সংগ্রামের প্রয়োজন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সামনে এখনও দীর্ঘ পথ বাকি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে বগুড়ার পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

তিনি জানান, “গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে আমরা শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে রাজপথের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। শহীদদের আত্মত্যাগ কোনো দলের নয়, এটা জাতির আত্মার অংশ।”

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাহিদ ইসলাম আরও বলেন, “শহীদ পরিবারের সঙ্গে সম্পর্ক কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আমাদের দায়বদ্ধতা ও সম্মানের বিষয়। স্বৈরাচারের দোসররা এখনও সক্রিয় রয়েছে। বিচার ও সংস্কার ছাড়া এই দেশ এগোতে পারে না। আমরা চাই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ।”

জুলাই পদযাত্রা কর্মসূচি
জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়ায় এই আয়োজন হয়। পদযাত্রাটি শহরের কলোনি পলিটেকনিক থেকে শুরু হয়ে সাতমাথায় গিয়ে পথসভায় রূপ নেয়। সেখানে একটি মুক্ত মঞ্চে বক্তৃতা দেন দলটির শীর্ষ নেতারা।

এনসিপি’র এই পদযাত্রার লক্ষ্য হচ্ছে বিচার, সাংবিধানিক সংস্কার এবং একটি বৈষম্যহীন ভবিষ্যতের পথে দেশকে এগিয়ে নেওয়া।


সম্পর্কিত নিউজ