ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে অস্ত্র ফেলা নয়: হিজবুল্লাহ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে হিজবুল্লাহ কখনোই অস্ত্র ত্যাগ করবে না—এমনই সাফ বার্তা দিলেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। শুক্রবার (৪ জুলাই) আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, “যারা আমাদের অস্ত্র ত্যাগের কথা বলছে, তারা আগে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি তুলুক। দখলদারিত্বকে অগ্রাহ্য করে প্রতিরোধকে দমন করার চেষ্টা নৈতিক নয়।”
তিনি আরও জানান, “দেশ রক্ষা করতে আমাদের কারো অনুমতি নেওয়ার দরকার হয় না। কেউ যদি কার্যকর বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তাব করে, আমরা আলোচনায় রাজি আছি।”
এর আগে, গত ১৯ জুন মার্কিন প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক দূত থমাস ব্যারাক বৈরুত সফর করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের একটি প্রস্তাব দেন। প্রস্তাবে আরও অন্তর্ভুক্ত ছিল-অর্থনৈতিক সংস্কার এবং সীমান্ত নিরাপত্তা জোরদার।
তবে বাস্তবতা বলছে, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা থামেনি। লেবাননের সরকার বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ইতোমধ্যেই তিন হাজার ছাড়িয়েছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত ২২৫ জন এবং আহত হয়েছে ৫০০ জনের বেশি।
চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার কথা থাকলেও এখনও পাঁচটি সীমান্ত চৌকিতে তারা মোতায়েন রয়েছে।
হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন দখলদারিত্ব ও আগ্রাসন চলবে, ততদিন প্রতিরোধও চলবে। অস্ত্র থাকবেই।