বাংলাদেশ-পাকিস্তানঃ যৌথ বানিজ্যে বাড়তি আগ্রহ

বাংলাদেশ-পাকিস্তানঃ যৌথ বানিজ্যে বাড়তি আগ্রহ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এই সভায় দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা অংশ নেন।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সংঘটিত হওয়া এই সভায় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী, ইলেকট্রনিকস পণ্য, টেক্সটাইল এবং শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ ব্যবসার ব্যাপক সম্ভাবনার ওপর জোর দেওয়া হয়েছে।
বক্তারা উল্লেখ করেন, এই খাতগুলোতে যৌথভাবে কাজ করলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।

এফবিসিসিআই-এর প্রশাসক হাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, "ইলেকট্রনিকস ও মোটর যন্ত্রাংশ ছাড়াও ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেক্সটাইল খাতে দুই দেশের মধ্যে ব্যাপক সম্ভাবনা রয়েছে।"
তিনি জানান, বাংলাদেশের এফবিসিসিআই এবং পাকিস্তানের এফপিসিসিআই (ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) যৌথভাবে কাজ করবে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর করা হবে।

সভায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, "ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক দৃঢ় হলে বাণিজ্য ও বিনিয়োগ উভয়ই বাড়বে।" তিনি ভবিষ্যতেও এ ধরনের নেটওয়ার্কিং সভা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর এবং আন্তর্জাতিক বিষয়ক প্রধান জাফর ইকবাল এনডিসি।

দুই দেশের ব্যবসায়ীরা এই সভাকে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং যৌথ উদ্যোগে ব্যবসা সম্প্রসারণে তাঁদের আগ্রহ প্রকাশ করেছেন।


সম্পর্কিত নিউজ