ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দুই টুকরা হয়ে নদীতে পড়ল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে উড়োজাহাজ দ্বিখণ্ডিত হয়ে বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়েছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সূত্র এএফপি
স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য নিশ্চিত করেছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, এ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি। পিএসএ এয়ারলাইনস নামের মার্কিন উড়োজাহাজ সংস্থার ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ছিলেন। ক্রু ছিলেন ৪ জন।