যেনতেন নির্বাচন চাই না: ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াত আমির

যেনতেন নির্বাচন চাই না: ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি জামায়াত আমির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশে যেনতেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের রাজনীতির আকাশে এখন কালো মেঘ জমলেও মুক্তির সূর্য ঠেকিয়ে রাখা যাবে না।

শনিবার (৫ জুলাই) ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি আরও বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে দেশকে আমাদের হাতে তুলে দিয়েছে, তাদের সঙ্গে কোনো বেইমানি হতে দেব না। সেই রক্তের মর্যাদা রাখতে চাই। আমরা এমন একটি নির্বাচন চাই, যার মাধ্যমে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে।”


নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থান

ডা. শফিকুর রহমান বলেন, “২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আর দেখতে চাই না। দেশের মানুষও চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি, যারা নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে, তাদের বলছি- মানুষ আগেও রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও তা করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।


ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান

ফ্যাসিবাদ নতুন হোক বা পুরাতন- এ দেশের মানুষ কাউকে ছাড় দেবে না বলে মন্তব্য করে তিনি বলেন, “আমরাও ছাড় দেবো না। জাতি আজ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। সকলকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়েই বিজয় আসবে ইনশাআল্লাহ।


অপকর্ম ও দমন-পীড়নের বিরুদ্ধে হুঁশিয়ারি

দেশের বিভিন্ন জায়গায় রাজনীতির নামে অপকর্মের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, “যারা এ অপকর্ম করছে, তাদের সতর্ক করছি- নিজেদের সামলান। না হলে জনগণই আপনাদের প্রতিরোধ করবে।


সভায় উপস্থিত ছিলেন আরও যারা

পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনের প্রার্থী মু. সফিকুল আলম হেলাল এবং মহানগর জামায়াত নেতা কামরুজ্জামান সোহেল।


সম্পর্কিত নিউজ