পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষঃ নিহত ৬

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষঃ নিহত ৬
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের কোট আদ্দুর লঙ্গার সরাইয়ে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৬ জন নিহত হয় এবং আহতের সংখ্যা ১৮। আজ শনিবার (৫ জুলাই) সকালে (স্থানীয় সময়) মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আলিপুর থেকে লাহোরের দিকে যাচ্ছিল। পথে লঙ্গার সরাইয়ের কাছে বাসটির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই বাসচালক, দুজন নারী এবং দুজন শিশু ঘটনাস্থলেই মারা যান। পরে আরও একজন পুরুষ যাত্রী নিহত হন বলে জানা গেছে, যার ফলে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

এ ঘটনায় বাসের আরও আঠারো জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দশজনকে গুরুতর অবস্থায় মুলতানের নিশতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতদের লাশ এবং বাকি আটজন আহতকে চিকিৎসার জন্য মুজাফফরগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দ্রুতগতি এবং বেপরোয়াভাবে গাড়ি চালানো-ই এই দুর্ঘটনার কারণ।


সম্পর্কিত নিউজ