সাংহাইয়ে বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড উন্মুক্ত

সাংহাইয়ে বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড উন্মুক্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিশ্বের বৃহত্তম লেগোল্যান্ড থিম পার্ক। ড্যানিশ খেলনা প্রস্তুতকারক কোম্পানি লেগো নির্মিত এই বিশাল পার্কটি ৩ লাখ ১৮ হাজার বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং এতে ব্যবহার করা হয়েছে ৮৫ মিলিয়ন বা ৮.৫ কোটি লেগো ইট। শিশুদের স্বপ্নের খেলনা এখন রূপ নিয়েছে বাস্তবের দৃষ্টিনন্দন রূপে।

পার্কটির বিশেষ আকর্ষণ হলো চীনের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মিনিয়েচার সংস্করণ, যেগুলোর মধ্যে রয়েছে সাংহাইয়ের পার্ল টাওয়ার, গ্রেট ওয়াল অব চায়না এবং ফরবিডেন সিটি। পার্কে আসা এক শিশু পর্যটক জানায়, "আমার বাসায় এত লেগো নেই, তাই লেগোল্যান্ডেই খেলা সবচেয়ে ভালো লাগে।"

বিনোদন পার্ক শিল্প বর্তমানে চীনে দ্রুত প্রসারমান। বিশাল মধ্যবিত্ত শ্রেণির উদীয়মান বাজারের কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো চীনের দিকে ঝুঁকছে। ২০১৬ সালে সাংহাইতে ডিজনিল্যান্ড খোলার পর, ২০২৭ সালে পেপা পিগ আউটডোর পার্ক ও হ্যারি পটার স্টুডিও ট্যুর চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগগুলো সাংহাইকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

পার্কটি চালু হওয়ায় স্থানীয় পরিবহন, হোটেল, খাবার ও খুচরা বিক্রেতা খাতে ইতিবাচক প্রভাব পড়েছে। থিম পার্ক শহরের সাংস্কৃতিক ব্র্যান্ড ও ভোক্তা আকর্ষণশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।

তবে চ্যালেঞ্জও রয়েছে। ২০২১ সালে বেইজিংয়ে ইউনিভার্সাল স্টুডিও পার্ক উদ্বোধনের সময় কোভিড মহামারির কারণে ভ্রমণ ব্যাহত হয়। যদিও এখন দর্শনার্থী সংখ্যা প্রায় ১ কোটি ছাড়িয়েছে এবং অনেকেই বছরে একাধিকবার ঘুরে আসছেন।

চীন সরকার আশা করছে, এই খাত ভোক্তা ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্থরতার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়ক হবে।


সম্পর্কিত নিউজ