হিমালয় কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৯ দশমিক ৫ ডিগ্রি

হিমালয় কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ৯ দশমিক ৫ ডিগ্রি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পঞ্চগড়ে তিনদিন পর আবারও সর্বনিম্ন তাপমাত্রা । শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে শীত। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল এলাকা। সকাল ১০টার পর সূর্যের মুখ দেখা গেলেও রোদে নেই কোনো উত্তাপ।

আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। এর আগে গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। 

সকাল থেকে দুপুর পর্যন্ত হালকা কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। কৃষি শ্রমিকসহ সকালে কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর ১০ থেকে ১২ এর মধ্যেই উঠানামা করছিল রাতের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি।


সম্পর্কিত নিউজ