প্রথমার্ধেই গোলবন্যা, তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের সাত গোল

প্রথমার্ধেই গোলবন্যা, তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের সাত গোল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সুযোগ পেলে থামে না বাংলার বাঘিনীরা! এশিয়া কাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আজ শনিবার (৫ জুলাই) নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেই গোলের বন্যা বইয়ে দিল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ তুর্কমেনিস্তান, আর প্রথমার্ধেই তাদের জালে বাংলাদেশ বল জড়িয়েছে সাতবার।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিল গোল মেশিনরা। ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন স্বপ্না রাণী। এরপর গোলের রথ থামেনি।

ছয় ও তেরো মিনিটে দুটি গোল করেন শামসুন্নাহার। এক গোল করেন মনিকা চাকমা (১৬ মিনিট), সঙ্গে সঙ্গে ঋতুপর্ণা চাকমা দেন নিজের প্রথম গোলটি (১৭ মিনিট)। প্রতিপক্ষ গোলরক্ষক এরপর আর সামাল দিতে পারেননি। বাধ্য হয়ে ১৯ মিনিটেই গোলরক্ষক বদলে ফেলে তুর্কমেনিস্তানের কোচ।

কিন্তু কিছুতেই লাভ হয়নি। ২০ মিনিটে তহুরা খাতুন গোল করে ব্যবধান করেন ৬-০। এরপর কিছুটা বিরতি। তবে ৪০ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক বাঁ পায়ের শটে ম্যাচে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন ঋতুপর্ণা।

বাংলাদেশ একাদশে ছিলেন:
রুপনা চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), তহুরা খাতুন।

এই পারফরম্যান্স আবারও প্রমাণ করে দিল-বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া, এমনকি মিয়ানমারের মতো শক্তিশালী দলগুলোকেও হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফলে তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের প্রত্যাশা অমূলক ছিল না।

এই গোলমুখর প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কী হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।


সম্পর্কিত নিউজ