বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই।
রবিবার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের জঙ্গি অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা জানান সম্প্রতি দেশে ফেরত পাঠানো তিন ব্যক্তি জঙ্গি নন।
তিনি বলেন, "দেশে ফেরত পাঠানো তিনজনের কেউই জঙ্গি নন।" তিনি আরও বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। ওই তিন জন ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মালয়েশিয়ার পুলিশ প্রধানের পাঁচ ব্যক্তি সম্পর্কিত বক্তব্যের বিষয়ে চৌধুরী বলেন, "মালয়েশিয়ার পুলিশ প্রধান যাদের নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন দেশে আসেননি।"
এই ব্যক্তিদের বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। উপদেষ্টা বলেন, "আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তবে বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।"
মালয়েশিয়ার অভিযোগ নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "তাদের (মালয়েশিয়ার) আইজিপি কী বলেছেন আমি জানি না। আমরা সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি।" এর মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের জঙ্গিবাদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা স্বীকার করে বলেন, "আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের অবদান অনেক বেশি। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল, তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না।"
বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করার চেষ্টার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভালো বলতে পারবে।"