ভেসে যাচ্ছি মৃত্যু আগে শেষবার্তায় কাঁদাল কলেজছাত্রী জয়েস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
টেক্সাসের গুয়াডালুপে নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন ২১ বছর বয়সী কলেজছাত্রী জয়েস ক্যাথরিন বাদন। পরিবারের সঙ্গে তার শেষ যোগাযোগের মেসেজ ছিল—"আমরা ভেসে যাচ্ছি।" এরপরই ফোন বন্ধ হয়ে যায়।
গত ৪ জুলাই বন্ধুদের সঙ্গে নদীর ধারে একটি বাড়িতে অবস্থান করছিলেন জয়েস। প্রবল বর্ষণে নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় রাত ৪টার দিকে বাড়িটি স্রোতে ভেসে যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে সোমবার তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জয়েসের পরিবার।
জয়েসের মা কেলি বাদন আবেগঘন বার্তায় বলেন,
"আজ সকালে ঈশ্বর আমাদের পথ দেখিয়েছেন! আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি। সে ২১ বছর আমাদের জীবনে আশীর্বাদ ছিল। এখন তার তিন বন্ধুর জন্য প্রার্থনা করছি।"
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন জয়েসের তিন বন্ধু—এলা কাহিল, আইডান হার্টফিল্ড এবং রিস মানচাকা। স্থানীয় সূত্র জানায়, বাড়িটি ছিল আইডানের বাবার মালিকানাধীন। দুর্যোগের সময় আইডান তার বাবাকে ফোনে বলেছিলেন—"এলাকে সাহায্য করতে হবে, রিসও ভেসে গেছে।" এরপরই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা গাছ, কাঠের স্তূপ ও নদীর ধার ঘেঁষে তল্লাশি চালাচ্ছেন। জয়েসের রুমমেটের মা টিনা হ্যাম্বলি নিজ হাতে কায়াকের বৈঠা নিয়ে খুঁজেছেন নদীর পাড়জুড়ে।
"আমরা সাতটি দল হয়ে নদীর ধারে এক মাইল করে খুঁজছি—শুধু একজনকে বাঁচানোর আশায়।" — জানান তিনি।
টেক্সাসে এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৪ জন। নিখোঁজ আরও ৪১ জন। সময়ের সঙ্গে সঙ্গে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।