শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের শুনানি শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। এ আদেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হয়।
এই মামলায় অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী গণআন্দোলনের সময় নির্বিচারে গুলি, গণগ্রেপ্তার এবং নির্যাতনের মতো ঘটনায় সংশ্লিষ্ট ছিলেন এই তিনজন।
এদিন সকালেই আদালতে হাজির করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আমির হোসেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পুলিশের সাবেক আইজিপির পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
গত ১ জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল আজকের দিনকে আদেশের জন্য নির্ধারণ করেছিল।
এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক ও জাতীয় মহলে ব্যাপক নজর কাড়ছে। আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে দেশবাসীসহ বিশ্ব সম্প্রদায়েরও দৃষ্টি থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।