জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী, শেখ হাসিনার বিচার শুরু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি স্বতঃপ্রণোদিতভাবে রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
তিনি বলেন, “জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম। আমি এই ঘটনার সব রহস্য উন্মোচন করতে চাই।”
একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার সূচনা বক্তব্যের জন্য ৩ আগস্ট এবং সাক্ষ্যগ্রহণের জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে ১২ মে দাখিল করা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার মূল নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। মামলার অন্য দুই আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হাজারো প্রাণহানির অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়, সরকারের নির্দেশে ওই সময় নির্বিচারে হত্যা চালানো হয়, যাতে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ।
বর্তমানে এই ঘটনাগুলোকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।