পদত্যাগ করলেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পদত্যাগ করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সহযোগী মিখাইল বোগদানভ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ রুশ সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গতকাল, বুধবার (৯ জুলাই) প্রেসিডেন্টের জারি করা এক ডিক্রিতে তার পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। রুশ সংবাদ সংস্থার তথ্য মতে, ৭৪ বছর বয়সী মিখাইল বোগদানভ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
মিখাইল বোগদানভ পুতিনের অধীনে, ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যে এবং ২০১৪ সাল থেকে আফ্রিকায় প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
বোগদানভ ১৯৭৪ সালে সোভিয়েত যুগে মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং একজন আঞ্চলিক বিশেষজ্ঞ হিসেবে কূটনৈতিক কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ইসরায়েলে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত মিশরে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
তার দীর্ঘ এবং বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি দেশের একজন বিশ্বস্ত-পরিশ্রমী কূটনীতিক ছিলেন।