দিল্লি ও তার আশেপাশে ভূমিকম্প অনুভূত

দিল্লি ও তার আশেপাশে ভূমিকম্প অনুভূত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানী দিল্লি ও তার আশেপাশের শহর গুলোতে আজ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.৪। ভূমিকিম্পে রীতিমত নড়ে উঠেছে গোটা অঞ্চলের ভবনগুলো। ফলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টা ৪মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ভারতের জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে।


জানা যায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনটি হয়েছে। উৎসস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পশ্চিম উত্তর প্রদেশের মীরাট এবং শামলি পর্যন্তও এই কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এলাকাবাসীরা জানান, তাদের বাড়িতে ফ্যান এবং অন্যান্য আসবাবপত্র কাঁপতে শুরু করেছিল।


দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত অসংখ্য অফিস ভবনেও কম্পন টের পাওয়া যায়। অফিসকর্মীরা জানান, ভূমিকম্পের সময় তাদের কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম কেঁপে ওঠে।
অনেক কর্মী আতঙ্কিত হয়ে বহুতল অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।


সম্পর্কিত নিউজ