এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। তবে অনেক শিক্ষার্থীর ফল প্রত্যাশিত না-ও হতে পারে। যাদের ফলাফল নিয়ে সন্দেহ বা অসন্তুষ্টি রয়েছে, তারা চাইলে নির্ধারিত নিয়ম মেনে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা:
১১ জুলাই থেকে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত
যেভাবে আবেদন করবেন:
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিচের ফরম্যাটে মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফরম্যাট:
RSC <স্পেস> বোর্ডের সংক্ষিপ্ত নাম <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড
উদাহরণ:
RSC DHA 123456 101
যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চান, বিষয় কোড কমা দিয়ে আলাদা করতে হবে।
যেমন: RSC DHA 123456 101,107
আবেদন ফি:
প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা
বিস্তারিত তথ্য:
টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটে (www.teletalk.com.bd) পাওয়া যাবে ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত সব তথ্য।
মনে রাখবেন, পুনঃনিরীক্ষণের ফলে নম্বর কমতেও বা আগের মতোই থাকতে পারে। তাই আবেদনের আগে বিষয়টি ভালোভাবে ভেবে নিন।