ChatGPT-কে মাত্র ১০টি প্রশ্ন করতেই প্রয়োজন পড়ছে আধা লিটার বিশুদ্ধ পানি - জানেন কেন?

ChatGPT-কে মাত্র ১০টি প্রশ্ন করতেই প্রয়োজন পড়ছে আধা লিটার বিশুদ্ধ পানি - জানেন কেন?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আমরা প্রতিদিন যতটা ভাবি, তার চেয়ে অনেক বেশি পানি খরচ হচ্ছে আমাদের অনলাইন কার্যক্রমে। ভাবুন, মাত্র চ্যাটজিপিটিকে ১০টি প্রশ্ন করতেই প্রায় আধা লিটার বিশুদ্ধ পানি প্রয়োজন হচ্ছে! অবিশ্বাস্য মনে হলেও, এটি এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা।

আমরা যখন চ্যাটজিপিটি’র মতো এআই-এর কাছে প্রশ্ন করি, তখন সেই তথ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য ভরসা করতে হয় বড় বড় ডেটা সেন্টার-এর উপর। এই ডেটা সেন্টারগুলো হাজার হাজার সার্ভার চালায়, যা প্রচুর তাপ উৎপন্ন করে। সেই তাপ নিয়ন্ত্রণে রাখতে লাগে শীতলীকরণ ব্যবস্থা, যেখানে সরাসরি পানি বা বিদ্যুৎ ব্যবহৃত হয়। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াতেও প্রচুর পানি লাগে। অর্থাৎ, আমাদের একটি অনলাইন প্রশ্নোত্তর প্রক্রিয়ায় লুকিয়ে আছে বিশুদ্ধ পানির বিশাল চাহিদা।

কতটা পানি খরচ হচ্ছে?
ইউসি রিভারসাইড-এর একটি গবেষণা অনুযায়ী, শুধু চ্যাটজিপিটিকে প্রায় ১০টি প্রশ্ন করলেই ৫০০ মিলিলিটার বিশুদ্ধ পানি খরচ হয়ে যায়। গবেষকরা আরও সতর্ক করেছেন, ২০২৭ সালের মধ্যে এআই প্রযুক্তির জন্য প্রয়োজন হতে পারে ডেনমার্কের সমপরিমাণ অথবা যুক্তরাজ্যের অর্ধেক পরিমাণ পানি।

বৈশ্বিক সংকট ও স্থানীয় বিপদ
মেক্সিকোর মতো অনেক শুষ্ক অঞ্চলে এই ডেটা সেন্টারগুলো গড়ে উঠছে। মেক্সিকোর কেরেতারো রাজ্য ইতিমধ্যেই চরম খরার মধ্যে রয়েছে, যেখানে গ্রামবাসীরা সপ্তাহে মাত্র একদিন পানির সরবরাহ পান। সেখানে এই ডেটা সেন্টারগুলো বছরে কোটি কোটি লিটার পানি বরাদ্দ পাচ্ছে। অথচ স্থানীয়রা পর্যাপ্ত পানি পায় না।

ডেটা সেন্টারগুলোর মালিকরা দাবি করেন, তাদের অত্যাধুনিক প্রযুক্তি পানি সাশ্রয় করে। তবে বাস্তবে সরকারি সংস্থাগুলো ঠিক কত পানি বরাদ্দ দিচ্ছে, কিংবা ডেটা সেন্টারগুলো কতোটা পানি আসলে ব্যবহার করছে - তার সঠিক তথ্য জনসম্মুখে নেই।

বাংলাদেশে প্রেক্ষাপট
বাংলাদেশেও এখন এআই প্রযুক্তি এবং ক্লাউড ডেটার ব্যবহার দিন দিন বাড়ছে। তাতে সরাসরি বা পরোক্ষভাবে বিদ্যুৎ এবং পানি দুইয়ের ওপরই চাপ বাড়ছে। আমাদের মতো ঘনবসতিপূর্ণ, নদীমাতৃক কিন্তু ভূগর্ভস্থ পানি সংকটাপন্ন দেশে এই ধারা আরও শঙ্কার বিষয়।

শেষ কথা
যখন আপনি পরের বার চ্যাটজিপিটিকে প্রশ্ন করবেন, মনে রাখবেন - আপনার মাত্র ১০টি প্রশ্নের জন্যই খরচ হচ্ছে প্রায় আধা লিটার বিশুদ্ধ পানি, যা হতে পারতো আপনার কিংবা কারো খাবার বা রান্নার কাজে।

জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমাদের ডিজিটাল জীবনযাপনকেও নতুন করে ভাবার সময় এসেছে। প্রযুক্তি ব্যবহার করতেই হবে, তবে সচেতনতা ও দায়িত্বশীল ব্যবহারই পারে ভবিষ্যতের পানি সংকট কিছুটা হলেও লাঘব করতে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ