চীনে তীব্র তাপদাহে বরফের চাহিদা আকাশচুম্বী

চীনে তীব্র তাপদাহে বরফের চাহিদা আকাশচুম্বী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চলমান তীব্র তাপদাহের কারণে চীনে বরফের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, বরফ কারখানাগুলোতে দম ফেলার ফুরসত পাচ্ছেনা কর্মীরা।

চীনের হাংঝো শহরের উপকণ্ঠে অবস্থিত 'ফেইচাও' নামের একটি বরফ কারখানায় দেখা যায়, শ্রমিকরা বর্তমানে বিশাল আকারের সাদা বরফের টুকরোগুলো রেফ্রিজারেটেড ট্রাকে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এসব বরফ বাজার, দোকান, বড় অনুষ্ঠান বা স্টেডিয়াম ঠান্ডা রাখতে ব্যবহৃত হচ্ছে।
কারখানাটির মালিক সান চাও জানান, গ্রীষ্মের শুরুতে যেখানে বরফের দৈনিক বিক্রি ১০০ টন ছিল, সেখানে জুলাই মাসে তা বেড়ে ৩০০-৪০০ টনে পৌঁছেছে। তাপমাত্রা যত বাড়ছে, বরফের চাহিদাও তত বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।


আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সাল ছিল চীনের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর, এবং ২০২৫ সালেও সেই ধারা অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের ধরন ও তীব্রতা দিন দিন বেড়েই চলেছে বলে তারা মনে করছেন।


হাংঝো শহরের পাশাপাশি চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশেও তাপদাহজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, এমন আবহাওয়া জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। বাড়ছে বরফের সার্বিক ব্যবহার।


চীনের জিয়াংসু প্রদেশে সম্প্রতি একটি ফুটবল ম্যাচে প্রায় ৬০ হাজার দর্শকের জন্য স্টেডিয়াম ঠান্ডা রাখতে ১০ হাজার বরফের ব্লক ব্যবহার করা হয়েছে। প্রতিটি ব্লকের দাম প্রায় ৩.৫০ ডলার। এছাড়াও, সামুদ্রিক খাবারের দোকানগুলোও খাবার সংরক্ষণে বড় বড় বরফের ব্লক কিনছে।


তবে, চীনের আবহাওয়া যেন পরষ্পর বিরোধ! একদিকে যখন দেশজুড়ে তীব্র তাপদাহ চলছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় অন্তত ৬ জন মারা গেছেন এবং ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।


বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন হলেও, তারা একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। সোলার ও উইন্ড পাওয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনে চীন অনেক এগিয়ে, যা পরিবেশ সুরক্ষায় তাদের অঙ্গীকারের একটি দিক।
তবে চলমান তীব্র তাপদাহ এবং আকস্মিক বন্যা জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।


সম্পর্কিত নিউজ